Image Source: pixabay.com

শীতকাল (Winter) পড়তেই সমস্যা আরও বেড়েছে শুষ্ক ত্বক যাঁদের রয়েছে তাঁদের

Image Source: pixabay.com

আবহাওয়ার পরিবর্তনের কারণে শুষ্ক ত্বক আরও শুষ্ক হয়ে যায়। এর ফলে ত্বক ফেটে যাওয়ার সমস্যাও দেখা দেয়

Image Source: pixabay.com

শুষ্ক ত্বকের সমস্যার সমাধান রয়েছে হাতের কাছেই। ঘরোয়া উপাদান দিয়েই তৈরি করে ফেলতে পারবেন উপকারী ফেসপ্যাক

Image Source: pixabay.com

তার জন্য দরকার শুধুমাত্র মধু (Honey) এবং গোলাপজল। কীভাবে তৈরি করবেন ফেসপ্যাক? আর কীভাবেই বা তা ব্যবহার করবেন?

Image Source: pixabay.com

প্রথমে এক চামচ মধুর সঙ্গে এক চামচ গোলাপ জল মিশিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করে নিন

Image Source: pixabay.com

এবার সেই ফেসপ্যাক আপনার মুখে এবং গলায়, ঘাড়ে ব্যবহার করুন। মধু, গোলাপ জলের ফেসপ্যাক শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন

Image Source: pixabay.com

মিনিট ২০ পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুবার এই ফেসপ্যাক ব্যবহার করুন

Image Source: pixabay.com

এটি ত্বককে সুন্দর করে তুলতে, ত্বক মোলায়েম রাখতেও সাহায্য করে

Image Source: pixabay.com

ত্বকের নানা সমস্যা দূর করতেও গোলাপ জলের জুড়ি মেলা ভার। তার সঙ্গে যোগ্য সঙ্গ দেয় মধু

Image Source: pixabay.com

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন