Image Source: pixabay.com

বিশিষ্ট সেলিব্রিটি শেফরা জানাচ্ছেন যে, মটন সেদ্ধ করার বেশ কিছু পদ্ধতি বা নিয়ম রয়েছে

Image Source: pixabay.com

মটন কোর্মা হোক কিংবা মটন রেজালা কিংবা দারুণ জনপ্রিয় মটন বিরিয়ানি। মটন যতক্ষণ না সুন্দর নরম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত খাবার সুস্বাদু হতে পারে না

Image Source: pixabay.com

তাই যেকোনও রেসিপি তৈরি করার আগে মাংস নরম করার কায়দাটা রপ্ত করে নেওয়া দরকার

Image Source: pixabay.com

মাংস নরম হওয়া অনেকটাই নির্ভর করে তার আকারের উপর। তাই ছোট ছোট আকারে মাংস কাটা দরকার

Image Source: pixabay.com

রান্না করার আগে মাংস সঠিকভাবে ম্যারিনেট করার প্রয়োজন। যাতে রান্নার পর মাংস চিবানোর প্রয়োজন না হয়

Image Source: pixabay.com

মটন ম্যারিনেট করার জন্য অন্তত ২ থেকে ৩ ঘণ্টা সময় দিতে বলছেন বিশেষজ্ঞরা, ৬ থেকে ৭ ঘণ্টা যদি সময় দিতে পারেন, তাহলে সবথেকে ভালো হয়

Image Source: pixabay.com

কী রেসিপি তৈরি করছেন, তার উপরও ম্যারিনেটের সময় নির্ভর করে। গলৌটি কাবাব তৈরির জন্য সারারাত মটন ম্যারিনেট করে রাখা দরকার

Image Source: pixabay.com

মাংস সুন্দরভাবে নরম হওয়ার জন্য ম্যারিনেট করার সময় পেঁপে বা বাটারমিল্ক বা দই ব্যবহার করতে পারেন

Image Source: pixabay.com

মাংস ম্যারিনেট করতে না চান, তাহলে মাংস রান্না করার অন্তত এক থেকে দু ঘণ্টা আগে মাংসে নুন মাখিয়ে রেখে দিন

Image Source: pixabay.com

মটন সবসময়ই হালকা আঁচে রান্না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে মটনের স্বাদও বাড়ে। মাংসও ভালো করে সেদ্ধ হয়