Image Source: pixabay

আপেল খাওয়ার উপকারিতা অনেকেই জানেন। সেই কারণেই ডায়েটে কমবেশি আপেল রাখার চেষ্টা করেন অনেকেই।

Image Source: pixabay

কিন্তু, ফল খাওয়ার সময় মনে রাখতে হবে, শাঁসের সঙ্গে খোসাও প্রয়োজন।

Image Source: pixabay

অনেকে খোসা ফেলে দেন, কিন্তু সেখানেই লুকিয়ে থাকে বহু পুষ্টিগুণ। যা শরীরে অত্যন্ত প্রয়োজনীয়।

Image Source: pixabay

আপেলের ক্ষেত্রেও ঠিক তাই। এই ফলের খোসায় উচ্চমাত্রায় ফাইবার রয়েছে।

Image Source: pixabay

হাড়ের স্বাস্থ্য, যকৃত বা লিভারের কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে।

Image Source: pixabay

আপেলের খোসায় প্রদাহরোধী পদার্থ রয়েছে। যার নাম কোয়ারসেটিন, ফুসফুসকে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে।

Image Source: pixabay

আপেলের খোসায় পলিফেলন থাকে। যা রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রায় ভারসাম্য রাখতে সাহায্য করে।

Image Source: pixabay

আপেলের খোসা ফাইবারে পরিপূর্ণ বলে, এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে। পাচনপ্রক্রিয়ার জন্য ভাল।

Image Source: pixabay

আপেলের থাকা বিভিন্ন ধরনের ভিটামিনের বড় অংশই থাকে খোসায়। ফলে খোসা বাদ দিলে আপেলের পুষ্টিগুণের সিংহভাগই বাদ চলে যাবে।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।