দূষিত পরিবেশ ও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বক ও মুখের অনেক ক্ষতি করে

এই পরিস্থিতিতে মুখের ও ত্বকের পরিচর্যা প্রয়োজন

রান্নাঘরের কিছু উপাদান ত্বকে ঔজ্জ্বল্য নিয়ে আসে

সৈন্ধব লবণ ও মধুর ব্যবহার করতে পারেন

মধু ও সৈন্ধব লবণ ত্বক মশ্চারাইজ করে ঔজ্জ্বল্য বাড়ায়

ব্যবহার করতে পারেন পেঁপে

ত্বকের ছোপ দাগ ও সূর্যের আলোয় পোড়া ভাব কাটাতে সাহায্য় করে পেঁপেতে থাকা পাপাইন

নারকেল ও অলিভ তেল

নারকেল ও অলিভ তেল মুখে মাসাজ করুন । তাতে রক্ত সঞ্চালন ভাল হবে এবং মুখে ঔজ্জ্বল্য আসবে

লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বকের মৃত কোষ এবং পোড়া ভাব কাটাতে সাহায্য করে