চুলের শুষ্কতা একটি সাধারণ সমস্যা। একাধিক কারণে এই সমস্যা দেখা দিতে পারে

পুষ্টির ঘাটতি, বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে চুল ধোয়ার জেরে চুল শুষ্ক হয়ে যায় অনেকের ক্ষেত্রে

স্বাস্থ্যকর ও মসৃণ চুলের জন্য ঘরোয়া এই প্রতিকারগুলি ব্যবহার করুন

ব্যবহার করতে পারেন অ্যালোভেরা

পাতা থেকে অ্যালোভেরা জেল বের করুন। ২ চামচ জলে মিশিয়ে চুলে প্রয়োগ করুন। আধ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন

প্রয়োগ করুন নারকেল তেল

২ চামচ নারকেল তেল বাটিতে নিয়ে হাল্কা গরমে ফুটিয়ে নিন। গরম এই তেল মাথায় মাসাজ করে আধ ঘণ্টা রেখে দিন

ব্যবহার করুন টক দই

এক কাপ টক দই ২ চামচ অলিভ তেল ও ৪ ফোঁটা ল্যাভেন্ডার তেলে মেশান। তা মাথায় প্রয়োগ করুন

বাটিতে ২টি ডিমের এগ হোয়াইট এবং এক চামচ করে অলিভ তেল ও মধু মিশিয়ে মাথায় প্রয়োগ করুন