মাত্র দু'ঘণ্টার বায়ুদূষণে অকেজো হতে পারে মস্তিষ্ক, অশনি সঙ্কেত নতুন গবেষণায়। ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া এবং ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়ার গবেষকদের একেবারে সাম্প্রতিক সমীক্ষা তেমনই জানাচ্ছে। নয়াদিল্লির বাতাসের গুণমান নিয়ে গত বেশ কিছু দিন ধরে চিন্তায় গোটা দেশ। ধোঁয়াশার মোটা চাদরে ঢেকে রাজধানী শহর। এর মধ্যে এই গবেষণা কপালে চিন্তার ভাঁজ বাড়াতে পারে। জার্নাল 'এনভায়রনমেন্টাল হেলথ'-এ প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি। গবেষণার জন্য ২৪ জন সুস্থ-সবল প্রাপ্তবয়স্ককে বেছে নিয়েছিলেন বিজ্ঞানীরা। খুব সামান্য সময়ের জন্য পরীক্ষাগারেই ডিজেল বর্জ্য এবং ফিল্টার হয়ে আসা বায়ুর মধ্যে রাখা হয় তাঁদের। দেখা যায়, ডিজেল বর্জ্যে রাখার পর তাঁদের মস্তিষ্কের 'ডিফল্ট মোড নেটওয়ার্ক'-এর 'ফাংশনাল কানেকটিভিটি' স্লথ হয়ে গিয়েছে। সাধারণ ভাবে মস্তিষ্কের এই এলাকার গতিবিধি স্লহ হয়ে গেলে বুদ্ধি-বিবেচনাবোধ ধাক্কা খায়। এর থেকেই বিজ্ঞানীদের আশঙ্কা, দূষণে ধাক্কা খেতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা। তবে নির্দিষ্ট ভাবে এক্ষেত্রে কী প্রভাব, জানতে আরও গবেষণা জরুরি, মত বিজ্ঞানীদের।