মারাত্মক বায়ু দূষণে ঢাকা পড়েছে রাজধানী দিল্লি ও তার আশপাশের এলাকা

শুধু দিল্লি নয়, উৎসবের মরশুমে দূষণের গ্রাস থেকে নিস্তার নেই এ রাজ্যের মানুষের

এই পরিস্থিতিতে আতসবাজি-সহ বিভিন্ন দূষণের হাত থেকে রক্ষা পেতে এই পদক্ষেপগুলি নিতে পারেন

দূষণের মাত্রা যখন চরমে, তখন বাইরে না বেরিয়ে যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করুন

বিশেষ করে আপনার যদি শ্বাসকষ্টের সমস্যা থাকে বা দূষণে সমস্যা হয়, নিজেকে গৃহবন্দি করে নিন

আতসবাজি-সৃষ্ট বা অন্য দূষণের হাত থেকে রক্ষা পেতে বাড়ির দরজা, জানালাও বন্ধ রাখুন

উচ্চমাত্রায় বায়ুদূষণ থাকলে, বাইরে শরীরচর্চা কিছুদিনের জন্য এড়িয়ে যান। চেষ্টা করুন ভেতরে এক্সারসাইজ করার

উৎসবের মরশুমে বাইরে বেরোতে হলে ভাল মানের মাস্ক পরে নিন। এক্ষেত্রে N95 বা N99 কার্যকর

দূষণের অন্যতম কারণ হয়ে ওঠে- আতসবাজি। চেষ্টা করুন তা কম পোড়াতে, তাতে দূষণ নিয়ন্ত্রণে থাকবে

দূষণ নিয়ন্ত্রণের অন্যতম মাধ্যম বৃক্ষরোপণ। কারণ, গাছ প্রাকৃতিক ফিল্টার হিসাবে কাজ করে