IISER অ্যাপটিউট টেস্ট, ২০২৩-র ফলপ্রকাশ হচ্ছে আজ। কোথায় দেখবেন রেজাল্ট? iiseradmission.in, অর্থাৎ IISER-র অফিশিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি ফল দেখতে পারা যাবে। ফলপ্রকাশের পর প্রয়োজনীয় নথিপত্র আপলোডের জন্য সাইট খোলা থাকবে ৪-৭ জুলাই পর্যন্ত। ওই মেয়াদের মধ্যেই ৭টি IISER-র কোথায় উচ্চশিক্ষা করতে চাইছেন, তা বেছে নিতে হবে। ১২ জুলাই প্রথম দফার অ্যাডমিশন শুরু হওয়ার কথা। এই বছরের প্রবেশিকা পরীক্ষাটি হয়েছিল ১৭ জুন। IISER গুলিতে যে ৫ বছরের BS-MS কোর্স রয়েছে, তা করতে হলে প্রাথমিক ধাপে এই পরীক্ষা উত্তীর্ণ হওয়া জরুরি। IISER ভোপালে রয়েছে চার বছরের BS কোর্স। এটির জন্যও এই পরীক্ষা উত্তীর্ণ হওয়া দরকার। তিনটি পদ্ধতিতে IISER-র ভর্তি হওয়া যায়। তার মধ্যে অন্যতম স্টেট অ্যান্ড সেন্ট্রাল বোর্ড চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে ঢুকতে হলে IAT বা IISER Admission Test-এ উত্তীর্ণ হওয়া জরুরি।