ugcnet.nta.nic.in, এই ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে গত জুনের UGC NET-র  answer key।
ABP Ananda
Image Source: PIXABAY

ugcnet.nta.nic.in, এই ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে গত জুনের UGC NET-র answer key।

১৩ জুন থেকে ১৭ জুন পর্যন্ত প্রথম দফার পরীক্ষা হয়েছিল।
ABP Ananda

১৩ জুন থেকে ১৭ জুন পর্যন্ত প্রথম দফার পরীক্ষা হয়েছিল।

দ্বিতীয় দফার পরীক্ষা হয়েছিল ১৯ জুন থেকে ২২ জুন।
ABP Ananda

দ্বিতীয় দফার পরীক্ষা হয়েছিল ১৯ জুন থেকে ২২ জুন।

আপাতত ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে 'প্রোভিশনাল আনসার কী' প্রকাশিত হবে।

আপাতত ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে 'প্রোভিশনাল আনসার কী' প্রকাশিত হবে।

তার পর পরীক্ষার্থীদের থেকে আপত্তি-অভিযোগ গ্রহণ করবে NTA।

এই মেয়াদ শেষের পর পরীক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখে চূড়ান্ত 'আনসার কী' তৈরি করা হবে।

চূড়ান্ত 'আনসার কী'-র ভিত্তিতেই তৈরি ও ঘোষণা হবে রেজাল্ট।

আপাতত ugcnet.nta.nic.in -তে গিয়ে ক্যানডিডেট অ্যাকটিভিটি থেকে 'আনসার কী ডাউনলোড' ট্যাব খুলতে হবে।

এবার সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে।

এর পরই 'আনসার কী', কোয়েশ্চেন পেপার ও উত্তর মিলিয়ে দেখা যাবে।