সামনেই কি চাকরির ইন্টারভিউ? কী ভাবে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবেন? 'ফার্স্ট ইম্প্রেশন' ইতিবাচক করতে হলে কয়েকটি বিষয় মনে রাখা জরুরি। যেমন সময়ের ১৫-২০ মিনিট আগে পৌঁছে যান। ইন্টারভিউয়ারের বেশি সময় নেই। তাই যথাসম্ভব সংক্ষেপে, শুধু প্রয়োজনীয় অংশটুকু উত্তর দিন। যতটা সম্ভব প্রশ্নকর্তার চোখে চোখ রেখে উত্তর দিন। শুধু উত্তর নয়, পাল্টা প্রশ্নও করুন। এতে আপনার ভাবনাচিন্তা বুঝতে সুবিধা হবে। কী পোশাক পরছেন, সেটি নিয়েও সিদ্ধান্ত নেওয়া দরকার। পোশাকে যেন পেশাদারিত্বের প্রতিফলন থাকে। সার্বিক ভাবে, আপনার চলা-বলা-পোশাকে যেন আত্মবিশ্বাস স্পষ্ট হয়ে ওঠে। 'ফার্স্ট ইম্প্রেশন' ইতিবাচক মানে রাস্তা অনেকটাই মসৃণ হয়ে যাওয়া। বাকিটা আপনার দক্ষতা বলবে।