একই ব্রাশ দিয়ে বহুদিন দাঁত মাজেন অনেকেই।
ছবি- পিক্সাবে


পুরনো টুথব্রাশ কিন্তু বহু সমস্যার কারণ হতে পারে।



মূলত কয়েক সপ্তাহ বা এক মাস পরেই ব্রাশ পালটানো দরকার।



বিশেষত কারও রোগব্যাধি হলে সেরে ওঠার পরেই ব্রাশ বদলে নেওয়া দরকার।



নাহলে রোগের জীবাণু ব্রাশে থেকে যেতে পারে।



অনেকে বাথরুমের মধ্যেই ব্রাশ রাখেন, তা ঠিক নয়।



আবার একইসঙ্গে দু-তিনটে ব্রাশ রাখাও ঠিক নয়।



একই জায়গায় ব্রাশ রাখতে হলে ঢাকনা পরিয়ে রাখলে ভাল।



ঠান্ডা জল নয়, সপ্তাহে অন্তত একবার উষ্ণ জলে ধুতে হবে ব্রাশ।



ব্রাশের যত্ন না করলে জীবাণু সংক্রমণ অবধারিত।