Image Source: Pexels

নারীর সাজসজ্জার অন্যতম হল চোখের মেকআপ।

Image Source: Pexels

সাধারণ পোশাক আর হাল্কা সাজের মধ্যেও যদি চোখের মেকআপে নজর দেওয়া হয় তাহলেই বাজিমাত করবেন আপনি।

Image Source: Pexels

আই-লাইনার, কাজল, মাস্কারা, আইশ্যাডোর সঙ্গে অনেকেই মেকআপ করে ভ্রুপল্লব পুরু এবং গাঢ় করেন।

Image Source: Pexels

তবে কিছু নিয়ম মেনে চললে বা ট্রিকস মানলে আপনার ভ্রুপল্লবের বৃদ্ধি হতে পারে।

Image Source: Pexels

অর্থাৎ প্রাকৃতিক উপায়েই ভ্রুপল্লব গাঢ় এবং পুরু হতে পারে।

Image Source: Pexels

দুর্গাপুজোর আগে আর মাত্র কয়েকদিন হাতে রয়েছে। সুন্দর ভ্রুপল্লব পেতে তাই কী কী করণীয় দেখে নিন।

Image Source: Pexels

অ্যালোভেরা জেল ভ্রুপল্লবের বৃদ্ধিতে এবং তা গাঢ় ও পুরু হতে সহায়তা করে।

Image Source: Pexels

হেয়ার গ্রোথের মতো ভ্রুপল্লবের বৃদ্ধিতেও সাহায্য করে ক্যাস্টর অয়েল।

Image Source: Pexels

পেঁয়াজের রসের সাহায্যেও ভ্রুপল্লবের বৃদ্ধি হয় এবং তা গাঢ় ও পুরু হয়।

Image Source: Pexels

সুন্দর ভ্রুপল্লব পেতে সাহায্য করে পেট্রোলিয়াম জেলিও।