Image Source: PIXABAY

বরফ গলা জল যে ত্বকের পক্ষে উপকারী, সেটি কম-বেশি অনেকের জানা।

কিন্তু এটি মুখে ব্যবহার করাও যে দুরন্ত কাজে দেয়, সেটি বোধহয় অনেকেই খেয়াল করেন না।

কী কী ফয়দা বরফ গলা জলের? এক এক করে দেখে নেওয়া যাক।

মুখে কোনও ধরনের লালচে ভাব, প্রদাহ বা এই জাতীয় সমস্যা রয়েছে? তা হলে বরফ গলা জল ব্যবহার করে দেখতে পারেন।

তাপমাত্রা কম হওয়ায় এই জলের মধ্যে মুখ কিছুক্ষণ ডুবিয়ে রাখলে ক্যাপিলারিগুলি সঙ্কুচিত হয়ে যায়।

আখেরে তাতে প্রদাহ বা লালচে ভাবের সমস্যা কমে।

যে কোনও ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট বা ত্বকচর্চার সামগ্রী ব্যবহারের ক্ষেত্রেও কার্যকরী হতে পারে বরফগলা জল।

এতে মুখ ডুবিয়ে রাখলে ত্বকচর্চার ক্রিম বা অন্য যে কোনও ধরনের সামগ্রী শুষে নেওয়ার প্রক্রিয়াটি সহজতর হয়।

ফলে আরও কার্যকরী হতে পারে ওই প্রোডাক্টগুলি।

ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করে। জ্বালাপোড়ার অনুভূতি নিয়ন্ত্রণে আনতেও এর জুড়ি মেলা ভার।