রাত পোহালেই বিশ্ব পরিবেশ দিবস। প্রত্যেক বছর, ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়।

পরিবেশের ক্ষয়ক্ষতি ও কী ভাবে তা সংরক্ষণ করা সম্ভব, তা নিয়ে আলোচনা করতেই এই উদযাপন।

কোথা থেকে এল এই উদযাপনের ভাবনা? কেনই বা ৫ জুন দিনটিকে বেছে নেওয়া হল?

বিশ্ব পরিবেশ দিবসের আগে একবার ফিরে দেখা যাক সেই ইতিহাস।

১৯৭২ সালে 'স্টকহোম কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট'-এ ৫ জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে বেছে নেওয়া হয়।

১৯৭৩ সালে প্রথম বার উদযাপন হয় 'বিশ্ব পরিবেশ দিবস।' স্লোগান ছিল, 'ওনলি ওয়ান আর্থ।'

স্টকহোম কনফারেন্স থেকেই 'ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম' নামে একটি আন্তর্জাতিক মঞ্চ তৈরি করা হয়।

UNEP আসলে এমন একটি আন্তর্জাতিক মঞ্চ যেখানে, পরিবেশ সংরক্ষণের কাজে ১৪৩টিরও বেশি দেশ অংশগ্রহণ করে।

চলতি বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম, প্লাস্টিক-দূষণ মোকাবিলার পথ সন্ধান করা।

চলতি বছর তাই ক্যাম্পেনের নামকরণ হয়েছে, 'BeatPlasticPollution'।

Thanks for Reading. UP NEXT

আখের রসের 'জাদু'

View next story