গরম পড়লেই রকমারি ঠান্ডাপানীয়ের চাহিদা বাড়ে। একাধিক ভারতীয় পানীয়, ফলের রস রয়েছে যা গরমের মরসুমে তেষ্টাও মেটায়, অন্য উপকারও করে।