Image Source: PTI

গরম পড়লেই রকমারি ঠান্ডাপানীয়ের চাহিদা বাড়ে। একাধিক ভারতীয় পানীয়, ফলের রস রয়েছে যা গরমের মরসুমে তেষ্টাও মেটায়, অন্য উপকারও করে।

Image Source: PTI

যেমন আখ। আখের রসের একাধিক উপকার রয়েছে। গ্রীষ্মে আখের রস তেষ্টা মেটাতে পারে, শরীরের একাধিক প্রয়োজনীয় পুষ্টিপদার্থও সরবরাহ করতে পারে।

Image Source: PTI

আখের রসে বিপুল মাত্রায় গ্লুকোজ বা শর্করা থাকে। আর থাকে ইলেকট্রোলাইটস বা শারীরবৃত্তীয় প্রক্রিয়াপ জন্য প্রয়োজনীয় নানা খনিজ পদার্থ।

Image Source: PTI

আখের রসে নানা খনিজ থাকায় এটি হাইড্রেশন ফেরাতে সাহায্য করে।

Image Source: PTI

আখে শর্করার উপস্থিতি অনেকটাই বেশি। কিন্তু গ্লাইসেমিক ইনডেক্সে নীচের দিকে রয়েছে এটি। অর্থাৎ আখের রস খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যায় না।

Image Source: PTI

আখে বিপুল পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। যা ত্বক, চোখ এবং দাঁতের জন্য ভাল। কোষের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে অ্যান্টিঅক্সিড্যান্ট।

Image Source: PTI

আখে ক্যালশিয়াম, ফসফরাসের মতো খনিজের উপস্থিতি রয়েছে। যা দাঁতের জন্য ভাল। দাঁতের এনামেল ভাল রাখতে এবং মুখের দুর্গন্ধ তাড়াতে উপকারী এটি।

Image Source: PTI

আখের রসে উচ্চমাত্রায় পটাশিয়াম থাকে। এটি শরীরে PH-মাত্রায় ভারসাম্য রাখতে সাহায্য় করে।

Image Source: PTI

আখের রসে Diuretic গুণ রয়েছে। যা কিডনি সংক্রান্ত সমস্যায় সুরাহা দিতে পারে। মূত্র সংক্রান্ত সমস্যাতেও উপকারী।

Image Source: PTI

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েট ফলো করার জন্য অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন।