গরমের ছুটি মানেই কি স্ক্রিনে চোখ আটকে বসে থাকা? ছোট-বড় নির্বিশেষে প্রায় প্রত্য়েকেই মোবাইল বা কম্পিউটারে দিনের বড় সময় কাটান। কিন্তু খুদেদের গরমের ছুটির বড় সময় স্ক্রিনে কাটলে তার নানা বিপদ। তাই সতর্ক থাকা দরকার। প্রথমত, গরমের ছুটির যে একগুচ্ছ হোমওয়ার্ক থাকে সেগুলি মজার ছলে করার উপায় খুঁজতে হবে। সব কটি গ্যাজেটে 'লকস এবং টাইমার' লাগাতে হবে। এতে একটি নির্দিষ্ট সময় পর অ্যাপগুলি নিষ্ক্রিয় হয়ে যায়। 'আউটডোর অ্যাকটিভিটি' বাড়ানো জরুরি। গরমের ছুটিতে বাচ্চাদের বিশেষ কোনও প্রশিক্ষণ নিতে ভর্তি করে দিতে পারেন। খুদেদের সঙ্গে কথা বলে ঠিক করে নিন, তারা ঠিক কতটা সময় মোবাইল বা কম্পিউটারে কাটাবে। কোনও ভাবেই যেন সেই সময়ের বেশি তারা স্ক্রিনে না তাকিয়ে থাকে, সেটি খেয়াল রাখা জরুরি। ফাঁকা সময়টার জন্য নানা ধরনের প্ল্যান করে ফেলতে পারেন। জাদুঘর, প্লে-ডেট, আত্মীয়-স্বজনের বাড়ি যাওয়া, এই ধরনের প্ল্যানে ভরিয়ে দেন ছুটির দিনগুলি।