রোদে পোড়া ত্বক? চিন্তা নেই, ট্যান তুলতে ঘরোয়া উপকরণ আছে হাতের কাছেই।



১ চামচমুসুর ডাল বাটা, ১ টেবিল চামচ টমেটোর রস মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন।



টমেটোর রস ও মধু একসঙ্গে ব্যবহার করতে পারেন ত্বকে।



বরফ কুচি আর টমেটোর রস একসঙ্গে ব্যবহার করুন।



অ্যালোভেরা ও টমেটো একসঙ্গে ব্লেন্ড করে নিন। প্যাকটি ট্যান তোলার জন্য আদর্শ।



টমেটো ও দই- প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন।



শসার রস এবং টমেটোর রস মিশিয়ে ব্যবহার করুন।



টমেটো ট্যানব তুলতে দারুণ কাজ করে।



তবে টমেটো আর দুধ একসঙ্গে ব্যবহার করবেন না।