Image Source: PIXABAY

কোঁকড়ানো চুলের যত্ন করতে গিয়ে নাকানিচোবানি খেতে হয় অনেককেই। কী করলে ভাল থাকবে চুল?

'কার্লিং রড' ব্যবহার করে চুলের 'কার্ল' আরও পরিপাটি করার চেষ্টা করেন? দরকার নেই।

স্বাভাবিক নিয়মে আপনার চুল যে রকম কোঁকড়ানো রয়েছে, সে রকম থাকতে দিলেই সবথেকে ভাল।

চুল বুঝে শ্যাম্পু ও অন্যান্য হেয়ার কেয়ার প্রোডাক্টস বাছা দরকার।

সাধারণত সালফেট-ফ্রি শ্যাম্পু এই ধরনের চুলের জন্য উপযুক্ত।

তবে শ্যাম্পু ও বাকি প্রয়োজনীয় উপকরণ কোনও বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে বাছলেই সবথেকে ভাল।

চুল আঁচড়ানো দরকার, কিন্তু বেশি আঁচড়ানোর একদম প্রয়োজন নেই।

শ্যাম্পুর পাশাপাশি আরও কয়েকটি দিকে খেয়াল রাখা দরকার যার মধ্যে অন্যতম হেয়ার কন্ডিশনার।

এই ধরনের চুলের ক্ষেত্রে ফ্রিজ ফাইটিং কন্ডিশনার দারুণ কাজে দিতে পারে।

সর্বাগ্রে মনে রাখা দরকার, প্রত্যেকের চুল আলাদা। তাই সেটিকে তার মতো করে আপন করা দরকার।