শীতকালে অনেকেরই ত্বক শুকিয়ে যায়

ত্বক ধোওয়ার পর মশ্চারাইজার ব্যবহার করুন

হাত-মুখ জল দিয়ে ধুলে ত্বকের স্বাভাবিক তৈলাক্তভাব নষ্ট হয়ে যায়

তাই প্রত্যেকবার ত্বক ধোওয়ার পর তেল প্রয়োগ করুন

নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন

শীতেও অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে সানস্ক্রিন

শীতে শুষ্কতা রুখতে মশ্চারাইজার ব্যবহারের পর সানস্ক্রিন ব্যবহার করুন

পর্যাপ্ত পানীয় জল পান করুন

সারাদিনে পর্যাপ্ত জল পান করলে ত্বকের শুষ্কতা কেটে যায়

জল পান না করলে ত্বকে তার প্রভাব পড়বেই