Image Source: PIXABAY

চোখে জ্বালা, ব্যথা সঙ্গে লালচে ভাব? অ্যালার্জি নয়তো?

ফুলের পরাগ, দূষণ, ধুলো-চোখে অ্যালার্জির একাধিক কারণ হতে পারে। আটকানোর উপায় কী?

বাড়ির বাইরে বেরোলেই সানগ্লাস পরুন। এটি 'অ্যালার্জেন'-এর থেকে চোখতে বাঁচাতে সাহায্য করে।

চোখে জ্বালা বা ব্যথা হলে 'কোল্ড কমপ্রেস' দিয়ে দেখতে পারেন।

তবে একটি বিষয় ভুললে চলবে না। সমস্ত উপায় অবলম্বনের পর দ্রুত ডাক্তারের কাছে যাওয়া দরকার।

চোখে অ্যালার্জি রুখতে নজর রাখা দরকার পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও।

চোখে হাত দেওয়ার আগে অবশ্য়ই সাবান দিয়ে হাত পরিষ্কার করা জরুরি।

বাড়িতে ধুলো জমতে দেওয়া চলবে না।

বিশেষত বেডরুমে কোনও ভাবেই যেন ধুলোবালি না থাকে।

সবচেয়ে বড় কথা, চোখে জ্বালা হলেই কচলানো নয়। এতে হিতে বিপরীত হতে পারে।