Image Source: PIXABAY

ম্যাজেন্টা, ডিপ রেড নাকি অ্যাকোয়া ব্লু? চুলে 'কালার'-র ক্ষেত্রে নানা জনের নানা রকম পছন্দ।

কেউ 'হাইলাইট' করান, কেউ বা আবার 'গ্লোবাল'। অর্থাৎ 'হেয়ার কালার' মোটেও সহজ কথা নয়।

একই সঙ্গে কালার করা চুলের দেখভালও যে খুব সোজা বিষয় নয়, সেটিও নিশ্চয়ই মনে রয়েছে?

যেমন ধরুন, রং করা চুল নোনা জলের সংস্পর্শে আসা মানেই রঙের দফাগয়া। তাই আগেভাগে নারকেল তেল মেখে রাখতে পারেন।

এসব ক্ষেত্রে 'স্প্লিট এন্ড'-র সমস্যা আরও বড় বাধা তৈরি করতে পারে। তাই ট্রিমিং জরুরি।

নিয়মিত শ্যাম্পু করা দরকার, তবে সেটি সালফেট-ফ্রি হলে ভাল। মনে করেন হেয়ার-কেয়ার এক্সপার্টরা।

চুলের প্রতিটা গোছা আলাদা করে কন্ডিশনিং জরুরি। এজন্য 'অ্যাভোক্যাডো হেয়ার মাস্ক'-র কথাও বলেন কেউ কেউ।

সূর্যের কড়া তেজ রং নষ্ট করে দিতে পারে। তাই টুপি বা ছাতা ব্যবহার জরুরি।

সুতির বদলে সিল্ক বা স্যাটিনের বালিশের ওয়্যারে মাথা রাখুন। এতে রং কম নষ্ট হবে।

এর পরও কোনও সমস্য়া হলে হেয়ার কেয়ার এক্সপার্ট রয়েছেন। তিনিই সবথেকে ভাল সাহায্য করতে পারবেন।