Image Source: PIXABAY

কাজের চাপ, ডেডলাইন, বসের ধমক, অ্যাপ্রেজালে হতাশা--সব মিলিয়ে মন ভাল নেই। চেনা লাগছে?

আপনার সঙ্গে যদি নাও হয়, আশপাশে চোখ ঘোরালেই দেখবেন এমন অনেক ঘটনা রয়েছে।

কিন্তু মন খারাপ থাকলেও কাজে খামতি দেওয়া যাবে না, এটা জানা। যদিও সকলের ক্ষেত্রে লড়াইটা এখানেই শেষ নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, প্রাপ্তবয়স্ক কর্মীদের ১৫ শতাংশই কোনও না কোনও মনের অসুখের শিকার।

আর এই জন্য বিশ্ব অর্থনীতি ফি বছর বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখোমুখিও হয়।

কত ক্ষতি? গোটা বিশ্বের নিরিখে তার আর্থিক মূল্য প্রায় ১ লক্ষ কোটি মার্কিন ডলার।

অন্তত লাভের কথা ভেবে বেশি করে কর্মীদের মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবা দরকার সংস্থাগুলির, মত বহু বিশেষজ্ঞের।

মানসিক স্বাস্থ্য কেন গুরুত্বপূর্ণ, সে ব্যাপারে সংস্থার প্রত্যেক কর্মী যাতে প্রশিক্ষণ পান তার ব্যবস্থা করতে হবে সংস্থাগুলিকেই।

ম্যানেজার-স্তরের পেশাদারদের জন্যও বিশেষ প্রশিক্ষণ জরুরি। তাঁদের টিম মেম্বারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি।

টিম লিডার হিসেবে যিনি রয়েছেন, তাঁর ভূমিকা কর্মীদের মানসিক স্বাস্থ্য ধরে রাখার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।