Image Source: PIXABAY

আজ আন্তর্জাতিক সুখ দিবস। জীবনে সুখের গুরুত্ব ও ভূমিকা মনে করাতেই এই বিশেষ উদযাপনের ভাবনা।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা ২০১২ সালের ১২ জুলাই এই মর্মে একটি প্রস্তাব পাশ করে।

২০১৩ সালে রাষ্ট্রপুঞ্জের ১৯৩টি সদস্যরাষ্ট্র প্রথম বার আন্তর্জাতিক সুখ দিবস উদযাপন করে।

এই বছর আন্তর্জাতিক সুখ দিবসের থিম ছিল, 'বি মাইন্ডফুল, বি গ্রেটফুল, বি কাইন্ড।'

সুখ কী, তা নিয়ে অবশ্য আমজনতা থেকে দার্শনিক এমনকি মনোবিশেষজ্ঞদের মধ্যেও বিস্তর মতপার্থক্য রয়েছে।

কেউ মনে করেন, সুখের অর্থ নির্মল আনন্দ। কিন্তু এই আনন্দের বোধ আসে কোথা থেকে?

বেশিরভাগ ক্ষেত্রেই সুখের বোধের সঙ্গে আর্থিক স্বাচ্ছন্দ্যর মতো বিষয়টিগুলি সম্পর্কিত বলে মনে করা হয়ে থাকে।

যদিও বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, সুখের সঙ্গে সব সময় আর্থিক স্বাচ্ছন্দ্যের যোগ নাও থাকতে পারে।

তাঁদের মতে, প্রত্যেকের মধ্যে নিজস্ব ছন্দ অনুযায়ী বিকশিত হওয়ার ক্ষমতা থাকে।

কেউ যখন সেই অনুযায়ী বিকশিত হওয়ার পথে এগোতে সফল হন, তখনই প্রকৃত আনন্দের অনুভূতি হয় তাঁর।