Image Source: PIXABAY

কেরলে উদ্বেগ বাড়াচ্ছে নিপা ভাইরাস (Nipah Virus)।

২ জনের মৃত্যু হয়েছে, ৪ জন সন্দেহভাজন আক্রান্ত। কী ভাবে সতর্ক হবেন?

সাধারণত জ্বর এবং 'এনসেফ্যালাইটিস'-এর মাধ্যমে আত্মপ্রকাশ করে এটি।

বার বার বমি হচ্ছে? তা হলে সতর্ক হওয়া ভাল। সঙ্গে এই উপসর্গগুলি থাকলে আরও সজাগ হওয়া জরুরি।

ডায়েরিয়া 'নিপা' ভাইরাস সংক্রমণের অন্যতম লক্ষণ, মনে করেন বিশেষজ্ঞরা।

কাশি এবং গলা ধরার মতো উপসর্গও থাকতে পারে।

সংক্রমিত ব্যক্তির মাথায় অসহ্য যন্ত্রণা দেখা দিতে পারে।

'নিপা' ভাইরাস' আক্রান্তের ক্ষেত্রে শ্বাসকষ্টও দেখা যায়, জানান বিশেষজ্ঞরা।

কিছু কিছু ক্ষেত্রে 'মাসল পেন' এবং দুর্বলতাও থাকতে পারে।

সাধারণত বাদুর, শুয়োর, কুকুর এবং ঘোড়ার দেহে এই সংক্রমণ হয়। আক্রান্ত প্রাণীদের সংস্পর্শে এলে মানুষ আক্রান্ত হয়ে থাকে।