Image Source: Pexels

নাকের উপরে জমে যাওয়া ব্ল্যাকহেডস ঘরোয়া উপায়েই দূর করা যায়।

Image Source: Pexels

খুব সহজেই এই সমস্যা থেকে কীভাবে রেহাই পাবেন দেখে নিন।

Image Source: Pexels

প্রতিদিন অন্তত দু'বার ভাল করে মুখ পরিষ্কার করুন। নাকের চারপাশে ভাল করে ফেসওয়াশ লাগিয়ে পরিষ্কার করতে হবে।

Image Source: Pexels

ব্যবহার করতে পারেন বিভিন্ন ব্ল্যাকহেডস রিমুভাল স্ট্রিপ। নাকের উপর লাগিয়ে রেখে খানিকক্ষণ পরে তা তুলে দিতে হবে।

Image Source: Pexels

চারকোল কিংবা ক্লে মাস্ক বা মাড ফেসপ্যাক ব্যবহার করলেও নাকের উপরে জমে যাওয়া ব্ল্যাকহেডস দূর হয়।

Image Source: Pexels

মুখে স্ক্রাব করার সময় নাকের চারপাশে অতি অবশ্যই ভাল করে স্ক্রাব করতে হবে।

Image Source: Pexels

নারকেল তেল এবং নুন মিশিয়ে নাকের চারপাশ এবং উপরে কয়েকদিন টানা স্ক্রাব করলে ব্ল্যাকহেডস দূর হবে।

Image Source: Pexels

পাতিলেবুর রসও নাকের ব্ল্যাকহেডস তুলতে খুব ভালভাবে কাজ করে।

Image Source: Pexels

দুধ খুব ভাল ক্লেনজার। কাঁচা দুধের সঙ্গে সামান্য মধু আর চালের গুঁড়ো মিশিয়ে স্ক্রাবিং করলেও ব্ল্যাকহেডসের হাত থেকে নিস্তার পাবেন।

Image Source: Pexels

মূলত ত্বক পরিষ্কার রাখা বিশেষ করে যাঁদের অয়েলি স্কিন তাঁরা ব্ল্যাকহেডস এড়াতে নাকের চারপাশ ও উপরের অংশ পরিষ্কার রাখুন।