জার্মানির কিংবদন্তী ফুটবলার গার্ড মুলার ১৯৭০ বিশ্বকাপে ১০টি গোল করেছিলেন

প্রথমে পশ্চিম জার্মানি ও পরে জার্মানির জার্সিতে বিশ্বকাপে নেমেছিলেন মুলার

১৯৫৮ সালের বিশ্বকাপে মোট ১৩টি গোল ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার জাস্ট ফন্টনেই

হাঙ্গেরির সান্ডোর ক্রসিস ১৯৫৪ ফুটবল বিশ্বকাপে মোট ১১টি গোল করেছিলেন

পর্তুগালের প্রাক্তন ফুটবলার ইউসেবিও ১৯৬৬ বিশ্বকাপে ৯টি গোল করেছিলেন

ব্রাজিলের প্রাক্তন ফুটবলার আদেমিরও ৯টি গোল করেছিলেন ১৯৫০ সালে বিশ্বকাপে

১৯৩০, প্রথম ফুটবল বিশ্বকাপেই ব্রাজিলের গুইলরেমো স্টেবিলে ৮টি গোল করে চমকে দিয়েছিলেন সবাইকে

কিংবদন্তী ব্রাজিলীয় ফুটবলার রোনাল্ডো ২০০২ বিশ্বকাপে ৮টি গোল করেন

১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলের জারজিনহো টুর্নামেন্টে ৭ গোলের মালিক ছিলেন

রোনাল্ডো বিশ্বকাপের ইতিহাসেও সর্বোচ্চ গোলের তালিকায় দ্বিতীয় স্থানে, ঝুলিতে ১৫ গোল