Image Source: Lifestyle

শীত এসে গিয়েছে, এই সময়টা বেড়াতে না গেলে হয়?

পাহাড়-সমুদ্র-জঙ্গল তো রয়েছেই, এবার শীতে মরুভূমি ঢুঁ মারলে কেমন হয়?

উটের পিঠে চড়া থেকে চোখধাঁধানো বালিয়াড়ি, শীতের মরসুমে মরুভূমি মানে অনন্য সৌন্দর্য।

যদি দেশের মধ্যে কোথাও যেতে চান, থর মরুভূমি রয়েছেই।

রাজস্থানের জয়সলমেঢ় জুড়ে ছড়িয়ে থাকা এই মরুপ্রান্তরে নৈসর্গিক সৌন্দর্য ছাড়়াও রয়েছে বন্যপ্রাণ-বৈচিত্র্য।

রেস্তঁ অনুমতি দিলে আফ্রিকার সাহারা মরুভূমিও দেখে আসতে পারেন। বিশ্বের বৃহত্তম মরুভূমি এটি।

দক্ষিণ আমেরিকার আতাকামা মরুভূমিও আপনাকে স্বাগত জানাতে তৈরি।

অস্ট্রেলিয়ার পিনাকলস মরুভূমির কথা হয়তো ভূগোল বইয়ে পড়েছেন। এবার ঘুরে আসতে পারেন।

ক্যালিফোর্নিয়ার Mojave মরুভূমির কথা অনেকের মুখেই শোনা। এই শীতে সেখানেও 'প্ল্যান' করতে পারেন।

তবে সবটাই আগাম বুকিং করা শ্রেয়। যাওয়ার আগে খোঁজখবরও করে নেওয়া দরকার।