Image Source: (ছবি:প্রতীকী) PIXABAY

নেপালের ভূমিকম্পের ধাক্কা আজ ভারতের কয়েকটি জায়গাতেও অনুভূত হয়েছে।

তবে বরাতজোরে রবিবার কোনও ক্ষয়ক্ষতি হয়নি। যদিও সব সময় ভূকম্পের হাত থেকে বাঁচতে পারেনি এ দেশ।

২০০৪ সালের ২৬ ডিসেম্বর। রিখটার স্কেলে ৯.১-৯.৩ মাত্রার কম্পনে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা।

ভারত-সহ ছটি দেশে মৃতের সংখ্যা ২ লক্ষ ৮৩ হাজার ছাড়িয়ে যায়।

২০০৫ সালের ৮ অক্টোবর। রিখটার স্কেলে ফের ৭.৬ মাত্রার কম্পন।

উৎসস্থল ছিল পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদ। পাকিস্তানের তুলনায় ভারতে ক্ষয়ক্ষতি কম হলেও বিপর্যয়ের ছবি নাড়া দিয়ে যায় সকলকে।

২৬ জানুয়ারি, ২০০১। দুলে উঠল গুজরাতের কচ্ছ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭।

ভয়ঙ্কর ওই কম্পনে মৃতের সংখ্যা ছিল নিদেনপক্ষে ২০ হাজার।

১৯৯৩ সালের ৩০ সেপ্টেম্বর। ভূকম্পে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল মহারাষ্ট্রের লাতুর। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৪।

লাতুরের বিপর্যয়ে মারা গিয়েছিলেন ৯ হাজার ৭০০-র বেশি। তালিকাটা অবশ্য ছোট নয়। রবিবারের ঘটনায় তাই অনেকেরই সে সব স্মৃতি মনে পড়ে যায়।