Image Source: PIXABAY

মশার কামড়ে অ্যালার্জি? কেউ কেউ জানলেও অনেকের কাছে বিষয়টি তেমন পরিচিত নাও হতে পারে।

বিরল হলেও মশার কামড়ে অ্যালার্জির উপসর্গ নতুন নয়। এরই নাম 'স্কিটা সিনড্রোম।'

এক্ষেত্রে মশা যেখানে কামড়েছে, সেটুকুর বাইরেও অনেকটা জায়গা জুড়ে ফোলাভাব ছড়িয়ে পড়ে।

বাকিদের মশা কামড়ালে সামান্য চুলকানি হয়ে থাকে। সেখানে 'স্কিটা সিনড্রোম' মানে ত্বকে ভয়ঙ্কর 'ইরিটেশন'।

বিশেষ কিছু ক্ষেত্রে এই সিনড্রোমে আক্রান্তদের ত্বকে ফোসকাও পড়তে পারে।

কামড়ানোর জায়গাটির আশপাশে লাল হয়ে যায়, সঙ্গে ফোলা ভাবও স্পষ্ট হয়ে ওঠে।

মশা যেখানে কামড়েছে, তার আশপাশে 'স্কিটা সিনড্রোম'-এ আক্রান্তদের অনেকে ব্যথাও অনুভব করেন।

কেন এই ধরনের অ্যালার্জি হয়, তার সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়, বলেন বিশেষজ্ঞরা।

সদ্যোজাত শিশু, বয়স্ক এবং যাঁরা বেশিরভাগ সময় খোলা জায়গায় কাজ করেন, তাঁদের এই ধরনের সমস্যার আশঙ্কা বেশি।

এই সমস্যা থাকলে, মশা যেখানে কামড়াচ্ছে সেখানে বরফ লাগানো, সেই অংশ উপর করে রাখার মতো পরামর্শ দেন ডাক্তাররা।