Image Source: GETTY IMAGES, PTI

কেরলে ৩ এবং দিল্লিতে ১ মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ মিলেছে আগেই।

সন্দেহভাজন আক্রান্তের খবর মিলছিল বিহার, তেলঙ্গানাতেও।

মাঙ্কিপক্সের মতো উপসর্গ দেখা দিতেই সতর্ক হয়েছেন স্বাস্থ্যকর্মীরা।

তার মধ্যেই শনিবার জানা গেল, হিমাচল প্রদেশেও এক সন্দেহভাজন আক্রান্তের খোঁজ মিলেছে।

হিমাচলের ওই সন্দেহভাজন আক্রান্তের কোনও বিদেশ সফরের রেকর্ড নেই।

সত্যি তিনি মাঙ্কিপক্স আক্রান্ত কিনা, জানতে নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-তে গিয়েছে।

গত ২৭ জুলাই লোকসভায় কেন্দ্র জানায়, দেশে নিশ্চিত ভাবে মাক্সিপক্স সংক্রমিত ৪।

গত সপ্তাহের হিসেব অনুযায়ী, বিশ্বের ৭৫ টি দেশে ১৫ হাজারেরও বেশি সংক্রমিত এতে।

'হু' এটিকে গ্লোবাল হেলথ এমার্জেন্সি কনসার্ন ঘোষণা করেছে গত সপ্তাহেই।

তবে তাদের ধারণা, ইউরোপে এর প্রাদুর্ভাবের ঝুঁকি বেশি।