Image Source: PIXABAY

'জিন্দেগি না মিলেগি দোবারা' ছবিটির কথা মনে পড়ে?

ছবিতে তিন বন্ধুর গল্পের অনেকটা জুড়ে ছিল রোড ট্রিপ। এমন একটা ট্রিপে আপনারও বেরিয়ে পড়তে ইচ্ছে করে তো?

বেরিয়ে পড়া যেতেই পারে। তবে তার আগে কিছু দরকারি বিষয় খেয়াল করা দরকার।

প্রথমত, গাড়ির হাল। আপনি যদি নিজের গাড়িতে বেরোন, তা হলে আগে গাড়ির 'স্বাস্থ্য পরীক্ষা' করিয়ে নিন।

কোন পথে যাচ্ছেন, সেখানকার আবহাওয়ার সঙ্গে মানানসই ভাবে গাড়িকে সাজাতে হবে।

লাইসেন্স, ইনশিউরেন্সের কাগজ ও পরিচয়পত্র অবশ্যই সঙ্গে নিয়ে বেরোবেন।

অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিগুলি যেন হাতের কাছে থাকে।

যে পথে আপনার যাওয়ার কথা, তার হাল-হকিকত সম্পর্কে লাগাতার খোঁজখবর রাখুন।

'রোড ট্রিপ'-এর ক্ষেত্রে কোনও সমস্যা হলে অবশ্যই স্থানীয়দের সাহায্য নিন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, স্ন্যাকস জাতীয় খাবার ও কিছু ওষুধপত্র সঙ্গে রাখুন।