শেষপাতে পান্তুয়া না হলে চলে! ছবির পর্দাতেও এ বার আসছে ‘পান্তুয়া’ নেপথ্যে পরিচালক রাজা বন্দ্যোপাধ্যায় মিষ্টতা ছড়ানোয় আশাবাদী তিনি ফের বয়স্ক দম্পতির গল্প, সঙ্গে আদরের ‘পান্তুয়া’ স্বামী-স্ত্রীর সম্পর্কের চানাপোড়েন, সঙ্গে বিষাদ, গ্লানি, অপরাধবোধ সন্তান হারানোর বেদনা, খোলসে ঢুকিয়েছে বাবাকে চেষ্টা করেও স্বামীকে স্বাভাবিক করতে পারছেন না স্ত্রী সুস্থ হওয়ার চেষ্টাতেই হাওয়া বদলে বাইরে গমন সেখানে খোঁজ মেলে একরত্তি মেয়ের, কখনও জ্বালিয়ে মারে, কখনও আবার মন ভরিয়ে দেয় তাকে অবলম্বন করেই নতুন করে বাঁচার চেষ্টা করেন প্রবীণ দম্পতি অভিনয়ে, পরান বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, সঙ্গে রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়