Image Source: PIXABAY

খালি চোখে তাকে দেখা কঠিন, তবে জ্বালা ধরানো কামড়ে বোঝা যায় 'তিনি' রয়েছেন।

উন্নয়নশীল দেশ থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসও, ছারপোকার উপদ্রবে অতিষ্ঠ।

কী ভাবে এর উপদ্রব কমানো সম্ভব? বাড়িতে ছারপোকার দাপট কমাতে সহজ কয়েকটি কৌশল রয়েছে।

বেড শিট, বালিশের 'ওয়্যার' কাচাকাচি করেন নিশ্চয়ই? তবে স্রেফ সাবান জল দিলে হবে না।

গরম জলে নিয়মিত বেড শিট, বালিশের 'ওয়্যার' কাচুন। তার পর কড়া রোদে শুকোতে দিন।

শোয়ার ঘরে কোনও দেওয়ালে ফাটল রয়েছে? যত ছোট ফাটলই হোক, সেগুলি বন্ধ করা দরকার।

লন্ড্রির জন্য যে ব্যাগে বা জায়গায় জিনিসপত্র রাখেন, সেটিও নিয়মিত পরিষ্কার করা দরকার।

বিছানা যেন একেবারে দেওয়াল ঘেঁষে লাগানো না থাকে।

লন্ড্রির জিনিসপত্র যেখানে রাখেন, সেটি পরিষ্কার না করলে ছারপোকা বংশবিস্তারের অনুকূল পরিবেশ পেয়ে যেতে পারে।

কোনও কিছুর স্তূপ রাখা যাবে না। পাশাপাশি, ছারপোকা অস্তিত্ব জানান দেয় এমন ইন্টারসেপ্টার লাগাতে পারেন।