ডেঙ্গি এক ধরনের ভাইরাল সংক্রমণ। সংক্রমিত এডিস ইজিপ্টাই মশা এই ভাইরাস বহন করে

কীভাবে ডেঙ্গি জ্বর প্রতিরোধ করবেন ?

মশার কামড় থেকে বাঁচতে ত্বকে প্রতিরোধক ক্রিম প্রয়োগ করুন। তবে, কারও কারও ত্বকে এর প্রতিক্রিয়া হতে পারে

মশা যাতে কামড়ানোর জায়গা না পায় তাই ফুলহাতা জামা ও ফুল প্যান্ট পরুন

ভারসাম্যযুক্ত খাবার খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান

পাতে রাখুন টাটকা ফল ও শাক-সবজি

জাঙ্ক ও প্রসেসড ফুড থেকে বিরত থাকুন। অন্যথা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে

যত্রতত্র জল জমতে দেবেন না

কারণ, জমা জলে মশা জন্মায়। তাই এরকম কোথাও জল জমলেই ব্যবস্থা নিন

বাড়ির কাছে পুকুর থাকলে সেখানে এমন মাছ ছাড়তে পারেন, যেগুলি মশা খেয়ে নেয়