নানা কারণেই জ্বর হতে পারে।
ডেঙ্গি হলে, জ্বরের সঙ্গে চোখের পিছনে ব্যথা হবে।
ডেঙ্গিতে, জ্বরের সঙ্গে পেশিতে ব্যাথা হবে।
ডেঙ্গিতে, বমিবমি ভাবে, মাথা যন্ত্রনা, হাড়ে ব্যাথাও হবে।
কোভিড হলেও শরীরে ব্যাথা হবে, তবে মাথা ভার হবে।
কোভিডে , গলা খুসখুস, সর্দি জমা হবে।
কোভিডে, বাড়াবাড়ির দিকে গেলে শ্বাস নিতে কষ্ট হবে।
কোভিড হয়েছে কিনা বুঝতে আরটি-পিসিআর করুন।
ডেঙ্গি কিনা বুঝতে এনএস ১ পরীক্ষা করালেই ধরা পড়বে।
তবে, জ্বর হলে সবার আগে চিকিৎসকের পরামর্শ নিন।