Image Source: Pexels

গরমের দিনে ত্বকের পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন বরফ মেশানো ঠান্ডা জল।

Image Source: Pexels

গরমের দিনে বাইরে থেকে বাড়ি ফিরে বরফ জল দিয়ে মুখ ধুতে পারেন। উপকার পাবেন।

Image Source: Pexels

নরম সুতির কাপড় বরফ জলে ভিজিয়ে আলতো হাতে মুখ মুছে নিতে পারেন।

Image Source: Pexels

কিংবা তুলোয় ভিজিয়ে সারামুখে লাগাতে পারেন বরফ জল। এছাড়াও নরম তোয়ালে বরফ জলে ভিজিয়েও মুখ পরিষ্কার করতে পারেন।

Image Source: Pexels

যেহেতু বরফ জলের তাপমাত্রা সাধারণ জলের থেকে অনেকটাই কম, তাই এই জল দিয়ে মুখ ধুতে গেলে প্রথমেই ঠান্ডায় আরাম পাবেন।

Image Source: Pexels

ত্বকের লালচে ভাব দূর হয়ে যাবে। জ্বালাপোড়া হতে থাকলে তা কমে যাবে। প্রাথমিক ভাবে এইসব সুবিধা বা আরামগুলো পাবেন আপনি।

Image Source: Pexels

এছাড়াও চোখের চারপাশে ফোলা ভাব বা মুখের ফোলা ভাব কমাতেও কাজে লাগে বরফ জল।

Image Source: Pexels

ত্বকের র‍্যাশ কমাতে ব্যবহার করতে পারেন আইস কিউব বা বরফের টুকরো।

Image Source: Pexels

ত্বকের যে জায়গায় র‍্যাশ হয়েছে সেখানে বরফের টুকরো ঘষে নিলে আরাম পাওয়া যায়।

Image Source: Pexels

গরমের মরসুমে বরফজল দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বক হাইড্রেটেড বা ময়শ্চারাইজড অর্থাৎ আর্দ্র থাকে।