ওয়াটার বেসড সিরাম এবং ময়শ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন।

অয়েলি স্কিনের ক্ষেত্রে এই জাতীয় প্রোডাক্ট ভালভাবে কাজ করে। ব্রনর সমস্যা বাড়ায় না। অন্যান্য সমস্যাও দেখা যায় না।

মেকআপের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ উপকরণ হল প্রাইমার।

যাঁদের ত্বক সেনসিটিভ বা অয়েলি, তাঁরা ভাল মানে প্রাইমার ব্যবহার করুন।

খরচ বাঁচানোর জন্য কোনওভাবেই সস্তার প্রাইমার ব্যবহার করবেন না।

মূলত মেকআপ গলে যাওয়া আটকাতে এই প্রাইমার কাজে লাগে।

গরমে যাঁরাই মেকআপ করবেন তাঁরা ওয়াটার প্রুফ মেকআপ ব্যবহার করতে পারলে ভাল।

যেহেতু গরমের দিনে আবহাওয়া বেশিরভাগ সময়েই অসহনীয় থাকে, তাই খুব বেশি মেকআপ না করাই ভাল।

একান্তই মেকআপ করতে হবে একদম হাল্কা মেকআপ করুন।

যত বেশি মেকআপ প্রোডাক্ট ব্যবহার করবেন, ত্বকের তত বেশি ক্ষতি হবে।