গ্য়াস, বদহজম ! হলুদ খেয়ে দেখেছেন ?

অ্যান্টাসিডের যা কাজ, সেই একই কাজ করে দেখাতে পারে হলুদ। বলছে গবেষণা

দক্ষিণ-পশ্চিম এশিয়ায় তাই হলুদের ব্যাপক ব্যবহার। হলুদকে ওমিপ্রাজোল ওষুধের সঙ্গে তুলনা করা হয়

হলুদে আছে প্রাকৃতিক উপাদান কারকিউমিন, যার প্রদাহ বিরোধী ও ক্ষতিকর ব্যাকটেরিয়া রোধী ক্ষমতা রয়েছে

BMJ Evidence-Based Medicine- এ প্রকাশিত গবেষণায় হলুদের এই কার্যকরী গুণের কথা উল্লেখ করা হয়েছে

গবেষণা অনুযায়ী, হজমের সমস্যায় ওমিপ্রাজোল জাতীয় ওষুধ যা কাজ করে হলুদের ব্যবহারে একই কাজ

২০১৯-২০২১-এর মধ্যে ২৮ দিনে ২০৬ জনের উপর চিকিৎসা সংক্রান্ত পরীক্ষাটি করা হয়। পেটের সমস্যায় ভুগছিলেন তাঁরা

পৃথক ৩টি দলে ভাগ করে তাঁদের উপর চলে পরীক্ষা-নিরীক্ষা

একটি দলকে হলুদ এবং অন্য দলকে ওয়ানপ্রাজোল ওষুধ ও তৃতীয় গ্রুপকে হলুদ এবং ওমিপ্রাজোলের মিশ্রণ দেওয়া হয়েছিল

তাতে দেখা যায়, বদহজমের মোকাবিলায় হলুদ দারুণ কাজ করেছে। পরিস্থিতির উন্নতি দ্রুত হয়েছে হলুদের ব্যবহারে