Image Source: PIXABAY

কদিন পরেই Valentine's Day। প্রিয় মানুষটির জন্য উপহার বেছেছেন?

তাজা গোলাপের মাধুর্য কখনও সেঁকেলে হয় না। উপহারের তালিকায় গোলাপের Bouquet থাকতেই পারে।

কাছের মানুষটিকে আরামদায়ক Blanket-ও উপহার দিতে পারেন। সম্পর্কের উষ্ণতা কিছুটা Blanket-এও ছড়িয়ে যাক না।

সপ্তাহান্তে দুদিনের কোনও 'ট্রিপ' প্ল্যান করে ফেলুন। নির্জন কোনও সুন্দর জায়গায়।

কাছের মানুষটির জন্য বিশেষ 'মিউজিক্যাল পারফরম্যান্স'-ও করে ফেলতে পারেন।

এমন কোনও কাজ, যা আপনার সঙ্গী ভালোবেসে, আবেগ দিয়ে করেন, আপনিও তাতে হাত মেলান।

প্রথম যে দিন 'ডেট' করতে গিয়েছিলেন, সেই মুহূর্ত আরও একবার ফেরানো যায়?

পুরনো স্মৃতি নতুন করে তৈরির মধ্যেও সম্পর্কের উষ্ণতা বুঝে নেওয়ার আনন্দ থাকে।

valentine's day আসলে আপনার সঙ্গে প্রিয় মানুষটির বিশেষ মুহূর্ত কাটানোর আরও একটি অজুহাত।

নিজের মতো করে সেই মুহূর্ত স্পেশ্যাল করে ফেলতে পারেন। সেটিই হবে সেরা 'উপহার'।