স্নান বা শ্যাম্পু করতে গিয়ে কানে জল ঢুকে যাওয়ার সমস্যা খুবই সাধারণ এতে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন

কানে জল ঢুকে গেলে সহজ কিছু উপায় অবলম্বন করলে নিমেষেই জল বের হয়ে যেতে পারে

যে কানে জল ঢুকবে সেই দিকে মাথাটি কাত করতে হবে হাতের তালু রাখুন কানের ওপর এবং চাপ দিতে হবে, কয়েকবার করলে মিটবে সমস্যা

যে কানে জল ঢুকেছে সেই কানে বালিশ চাপা দিয়ে শুয়ে পড়ুন ঘুম থেকে উঠে দেখবেন অনেকটাই আরাম পাচ্ছেন

কানের লতি প্রসারিত করুন যাতে কানের খোল পুরোপুরি খুলে যায়

কানের জল বের করার সবচেয়ে সহজ উপায় স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে তা বের করে ফেলা

যে কানে জল ঢুকেছে সেই দিকে পাশ ফিরে
কানের নীচে তোয়ালে রেখে কয়েক মিনিটের জন্য শুয়ে থাকুন