Image Source: PIXABAY

টানা পর্যাপ্ত ঘুমের অভাব, স্ট্রেস, স্ক্রিনের দিকে নাগাড়ে তাকিয়ে থাকা---'ডার্ক সার্কেল'-র একাধিক কারণ থাকতে পারে।

বাজারচলতি বহু প্রোডাক্ট রয়েছে যা সমস্যা কমাতে সাহায্য করতে পারে। তবে ঘরোয়া টোটকাতেও ভরসা রাখেন কেউ কেউ।

যেমন ধরা যাক, শসা। এর একাধিক গুণাগুণ রয়েছে।

ডার্ক সার্কেল কমাতেও অনেকে এটি ব্যবহার করেন। তবে শসাটি ব্যবহারের আগে ফ্রিজে রাখা দরকার।

আলু যে স্রেফ রান্নার জরুরি উপাদান, তা নয়।

আলু গোল করে কেটে ফ্রিজে রাখার পর দুই চোখে মিনিটদশেক লাগালে ডার্ক সার্কেল কমতে পারে।

'কটন প্যাডস' ঠান্ডা দুধে চুবিয়ে তার পর চোখের উপর কিছুক্ষণ রাখা দরকার। এর পর মুখ ধুয়ে নিতে হবে।

'আমন্ড অয়েল'-ও এই ব্যাপারে কার্যকরী।

নারকেল তেল এবং 'আমন্ড অয়েল' মিশিয়ে ভাল করে মুখে ম্যাসাজ করতে হবে। ঘণ্টাখানেক সেটি রেখে দেওয়া দরকার।

তবে সব জিনিস সকলের ক্ষেত্রে কার্যকরী নাও হতে পারে। তাই ভেবেচিন্তে উপাদানগুলি ব্যবহার করা দরকার।