প্রতি মাসেই ব্যাপক হারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।

ফেব্রুয়ারি মাসেও ব্যাপক হারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছে।

জানা গিয়েছে, ফেব্রুয়ারিতে ভারতে ৪৫ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট ব্যান করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।

২০২১ সালে আইটি রুল অনুসারে এই সমস্ত অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।

১ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে ৪৫,৯৭,৪০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে হোয়াটসঅ্যাপের তরফে।

এইসব অ্যাকাউন্টের মধ্যে ১২,৯৮,০০০টি অ্যাকাউন্ট কোনও অভিযোগ জমা পড়ার আগেই নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।

ফেব্রুয়ারি মাসে ২৮০৪টি অভিযোগ জমা পড়েছিল। এর মধ্যে ৫০৪টি রিপোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষা বজায় রাখার জন্য এই অ্যাপ কর্তৃপক্ষ প্রতি মাসেই কড়া পদক্ষেপ নেয়।

সেই নিয়ম অনুসারেই ফেব্রুয়ারি মাসেও ৪৫ লক্ষের বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপের ভারতে ইউজার রয়েছে প্রায় ৫০০ মিলিয়ন।

Thanks for Reading. UP NEXT

হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন ফিচার

View next story