হোয়াটসঅ্যাপ গ্রুপের ক্ষেত্রে দুটো নতুন আপডেট চালু হতে চলেছে।

এই দুই ফিচার চালু হলে গ্রুপ অ্যাডমিনদের হাতে আরও ক্ষমতা যুক্ত হবে।

এবার দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপ গ্রুপে কী কী আপডেট যুক্ত হতে চলেছে।

হোয়াটসঅ্যাপে গ্রপে কারা যুক্ত হবেন তা ঠিক করতে পারবেন গ্রুপ অ্যাডমিনরা।

অনেক সময় লিঙ্ক ইনভাইটের মাধ্যমে হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত হওয়ার বিষয় থাকে।

সেক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এই ফিচার চালু হওয়া প্রয়োজন ছিল।

এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা ঠিক করতে পারবেন যে কারা গ্রুপে যুক্ত হবেন।

হোয়াটসঅ্যাপের কনট্যাক্টে লিস্টে থাকা ইউজারদের সঙ্গে আপনি কোন কোন হোয়াটসঅ্যাপে গ্রুপে কমন বা একসঙ্গে রয়েছে সেটা জানা যাবে।

জানা গিয়েছে, গ্লোবাল স্তরে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই দুই আপডেটের রোল আউট শুরু হবে।

গত কয়েক মাস ধরেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন ধরনের ফিচার অর্থাৎ আপডেট যুক্ত হয়েছে।

Thanks for Reading. UP NEXT

অতীতের সেলফি, এক বিস্ময়

View next story