ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ চালু করতে চলেছে একটি নতুন ফিচার। জানা গিয়েছে, আপাতত এই নতুন ফিচার নিয়ে কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ সংস্থা। আগামী দিনে হোয়াটসঅ্যাপ অ্যাপের নতুন আপডেটে এই ফিচার যুক্ত হবে। নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ এডিট করা যাবে। জানা গিয়েছে, একটি মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত তা এডিট করার সময় পাবেন ইউজাররা। আমরা অনেকসময়েই তাড়াহুড়োয় কাউকে মেসেজ পাঠাতে গিয়ে ভুল টাইপ করে ফেলি। এবার থেকে এই সমস্ত ভুল এড়ানোর জন্য পাঠিয়ে দেওয়ার পরেও মেসেজ এডিটের অপশন আনছে হোয়াটসঅ্যাপ। শুধু টাইপের ভুল নয়, পাশাপাশি নতুন কিছু আগের মেসেজে যুক্ত করতে চাইলে সেটাও লেখা যাবে। এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে পাঠানো কোনও মিডিয়া (ছবি, ভিডিও) ক্যাপশন এডিট করা যাবে না। আপাতত আইওএস ভার্সানের জন্য চলছে কাজকর্ম। দ্রুত চালু হবে বিটা টেস্টিং।