Image Source: Pexels, Pixabay

কাজের প্রয়োজনে ইমেল ব্যবহার করতেই হয়।

Image Source: Pexels, Pixabay

ব্যক্তিগত ও পেশাগত বহু তথ্য থাকে প্রত্যেকের ইমেলে

Image Source: Pexels, Pixabay

সেই কারণেই হ্যাকারদের নজর থাকে এখানে, তথ্য চুরির চেষ্টা হয়।

Image Source: Pexels, Pixabay

কোনও কোনও মেল এনক্রিপ্ট করে রাখলে উপকার কিছু হয় না, বরং হ্যাকারদের নজর পড়ে।

Image Source: Pexels, Pixabay

এর চেয়ে সব মেসেজ এনক্রিপ্টেড করে রাখলে বেশি কাজে দেবে

Image Source: Pexels, Pixabay

পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সহজ পাসওয়ার্ড ব্যবহার করলে বিপদ বাড়ে।

Image Source: Pexels, Pixabay

কিছু নিয়ম মেনে পাসওয়ার্ড তৈরি করলে তা ভাঙা তুলনামূলকভাবে কঠিন হয়।

Image Source: Pexels, Pixabay

কোনও মেল এলেই সেটা কে পাঠিয়েছে সেটা আগে ভাল করে দেখতে হবে।

Image Source: Pexels, Pixabay

নামী সংস্থার নামে ভুয়ো মেল আসে, সেখানে লিঙ্ক থাকে। কোনওভাবেই সেই লিঙ্কে ক্লিক নয়।

Image Source: Pexels, Pixabay

ওই লিঙ্কের ক্লিক করলেই তথ্য চুরির ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।