কাজের প্রয়োজনে ইমেল ব্যবহার করতেই হয়। ব্যক্তিগত ও পেশাগত বহু তথ্য থাকে প্রত্যেকের ইমেলে সেই কারণেই হ্যাকারদের নজর থাকে এখানে, তথ্য চুরির চেষ্টা হয়। কোনও কোনও মেল এনক্রিপ্ট করে রাখলে উপকার কিছু হয় না, বরং হ্যাকারদের নজর পড়ে। এর চেয়ে সব মেসেজ এনক্রিপ্টেড করে রাখলে বেশি কাজে দেবে পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সহজ পাসওয়ার্ড ব্যবহার করলে বিপদ বাড়ে। কিছু নিয়ম মেনে পাসওয়ার্ড তৈরি করলে তা ভাঙা তুলনামূলকভাবে কঠিন হয়। কোনও মেল এলেই সেটা কে পাঠিয়েছে সেটা আগে ভাল করে দেখতে হবে। নামী সংস্থার নামে ভুয়ো মেল আসে, সেখানে লিঙ্ক থাকে। কোনওভাবেই সেই লিঙ্কে ক্লিক নয়। ওই লিঙ্কের ক্লিক করলেই তথ্য চুরির ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।