এবার ১২ ঊর্ধ্বদের জন্য করোনার ভ্যাকসিন। বুধবার থেকে শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশন।
অপেক্ষা ছিল ১২-১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশনের। সেইমতো ভ্যাকসিনেশন শুরু হয় এই বয়সীদের। টিকা নিতে গিয়ে কিশোর-কিশোরীদের মধ্যে নানা রকমের প্রতিক্রিয়া ধরা পড়ল ক্যামেরায়।
উপরের ছবিটিতে দেখা যাচ্ছে, নয়া দিল্লির এক ছাত্র টিকা নিচ্ছে। প্রথম দিনেই রাজধানীতে এই বয়সের টিকাকরণে ভাল সাড়া মিলল।
এই ছবিতেও নয়া দিল্লিতে এক ছাত্রীকে টিকা নিতে দেখা যায় ভ্যাকসিনেশন সেন্টারে। প্রসঙ্গত, সপ্তাহান্তে যখন স্কুল বন্ধ থাকবে, সেই সময় আরও অনেকে টিকা নিতে আসবে বলে আশা করা হচ্ছে।
টিকা নেওয়ার সময় কাউকে কাউকে সেল্ফি নিতে দেখা যায়। উত্তরপ্রদেশে ১২ থেকে ১৪ বছর বয়সী ৮৪.৬৪ লক্ষ শিশুকে ভ্যাকসিন দেওয়া হবে।