কেমন কাটল ১২-১৪-র টিকাকরণের প্রথম দিন ?

এবার ১২ ঊর্ধ্বদের জন্য করোনার ভ্যাকসিন। বুধবার থেকে শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশন।

কেমন কাটল ১২-১৪-র টিকাকরণের প্রথম দিন ? অন্যদিকে, এ রাজ্যে এখনও লাগবে সময়। প্রস্তুতি তুঙ্গে, ২-৩দিনেই শুরু হবে ১২ ঊর্ধ্বের ভ্যাকসিনেশন, জানান স্বাস্থ্য অধিকর্তা।

কেমন কাটল ১২-১৪-র টিকাকরণের প্রথম দিন ?

অপেক্ষা ছিল ১২-১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশনের। সেইমতো ভ্যাকসিনেশন শুরু হয় এই বয়সীদের। টিকা নিতে গিয়ে কিশোর-কিশোরীদের মধ্যে নানা রকমের প্রতিক্রিয়া ধরা পড়ল ক্যামেরায়।

কেমন কাটল ১২-১৪-র টিকাকরণের প্রথম দিন ?

উপরের ছবিটিতে দেখা যাচ্ছে, নয়া দিল্লির এক ছাত্র টিকা নিচ্ছে। প্রথম দিনেই রাজধানীতে এই বয়সের টিকাকরণে ভাল সাড়া মিলল।

কেমন কাটল ১২-১৪-র টিকাকরণের প্রথম দিন ?

এই ছবিতেও নয়া দিল্লিতে এক ছাত্রীকে টিকা নিতে দেখা যায় ভ্যাকসিনেশন সেন্টারে। প্রসঙ্গত, সপ্তাহান্তে যখন স্কুল বন্ধ থাকবে, সেই সময় আরও অনেকে টিকা নিতে আসবে বলে আশা করা হচ্ছে।

কেমন কাটল ১২-১৪-র টিকাকরণের প্রথম দিন ? বিভিন্ন জায়গায় টিকা নেওয়ার হিড়িক দেখা যায় ছাত্র-ছাত্রীদের মধ্যে ।

কেমন কাটল ১২-১৪-র টিকাকরণের প্রথম দিন ?

টিকা নেওয়ার সময় কাউকে কাউকে সেল্ফি নিতে দেখা যায়। উত্তরপ্রদেশে ১২ থেকে ১৪ বছর বয়সী ৮৪.৬৪ লক্ষ শিশুকে ভ্যাকসিন দেওয়া হবে।

কেমন কাটল ১২-১৪-র টিকাকরণের প্রথম দিন ? টিকা নেওয়ার সময় ভয়ে চোখ বুজে ফেলে কেউ কেউ।

কেমন কাটল ১২-১৪-র টিকাকরণের প্রথম দিন ? মহারাষ্ট্রের থানেতে টিকা নেওয়ার জন্য অপেক্ষারত কিশোর-কিশোরীরা।

কেমন কাটল ১২-১৪-র টিকাকরণের প্রথম দিন ? চেন্নাইয়ে টিকা নেওয়ার পর একে অপরের সঙ্গে কথা বলছে কিশোরীরা।