মুম্বইয়ের জুহু 'জলসা'র প্রচারে ক্যামেরাবন্দি বিদ্যা বালান পরনে বাদামী রঙের শাড়ি, সঙ্গে লং কোটে মানানসই মেকআপ গত বুধবার বিদ্যা বালান, শেফালি শাহ অভিনীত 'জলসা' ট্রেলার মুক্তি চরিত্র: মায়া হিসাবে বিদ্যা বালান, রুকসানার চরিত্রে শেফালি 'জলসা': দুই মহিলার লড়াইয়ের গল্প 'অ্যাটাক'-এর প্রচারে পাপারাৎজিদের ফ্রেমবন্দি রকুলপ্রীত সিংহ পোশাক: সাদা-সবুজ-নীল রঙের শর্ট স্কার্ট ও টপ ১ এপ্রিল মুক্তি জন আব্রাহাম, জ্যাকলিন ফার্নান্ডেজ, রকুলপ্রীতের ছবির অন্যান্য চরিত্রে থাকবেন প্রকাশ রাজ, রত্না পাঠক শাহ মূল চরিত্রে জন: সুপার হিউম্যান সোলজারের ভূমিকায়