Image Source: Pexels, Pixabay

দেশজুড়ে দাপট বাড়ছে Flu-এর। প্রচন্ড সর্দি, টানা কাশি, জ্বর- রয়েছে নানা উপসর্গ

Image Source: Pexels, Pixabay

দেশজুড়ে Flu-এর সংক্রমণের ঘটনা নিয়ে কী বলছে ICMR?

Image Source: Pexels, Pixabay

ICMR জানাচ্ছে, Influenza A subtype H3N2 virus-এর কারণেই এই সংক্রমণের ঘটনা ঘটছে।

Image Source: Pexels, Pixabay

H3N2 virus- উপপ্রজাতির কারণেই বাড়াবাড়ি হচ্ছে। ICMR একাধিক পরামর্শ করেছে।

Image Source: Pexels, Pixabay

নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে। সর্দি-কাশি থাকলে ভিড় জায়গায় মাস্ক পরতে হবে।

Image Source: Pexels, Pixabay

হাত পরিষ্কার না থাকলে নাক ও মুখ ছোঁয়া উচিত না।

Image Source: Pexels, Pixabay

হাঁচি-কাশি হলে মুখ ঢেকে রাখতে হবে। পর্যাপ্ত জল ও পানীয় খেতে হবে।

Image Source: Pexels, Pixabay

ওষুধ খাওয়ার প্রয়োজন হলেও শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যাবে।

Image Source: Pexels, Pixabay

IMA-এর তরফে অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Image Source: Pexels, Pixabay

জ্বর হলেও বিনা ডাক্তারি পরামর্শে অ্যান্টিবায়োটিক খেলে আদতে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে, জানাচ্ছেন ডাক্তাররা।