আবার ফিরে এল সেই সময়। এবার সেলটসের প্লাটফর্মেই Kia Carens নিয়ে এল কোম্পানি।

আবার ফিরে এল সেই সময়। এবার সেলটসের প্লাটফর্মেই Kia Carens নিয়ে এল কোম্পানি।

দীর্ঘ হুইলবেস থাকার ফলে ক্যারেন্সের মাঝ সারির যাত্রীরা তাদের পা ছড়িয়ে বসার জন্য প্রচুর জায়গা পাবে।

দ্বিতীয় সারিতে একটি ক্যাপ্টেন সিট লে-আউট রয়েছে যেখানে 6টি আসন বা একটি স্ট্যান্ডার্ড 7-সিটার রয়েছে।

যেখানে একটি পাতলা চকচকে কালো গ্রিল দিয়ে আলাদা করা হয়েছে DRL ও হেডল্যাম্পকে। কাছ থেকে দেখতে ওই গ্রিলের ওপর আপনি একটি সুন্দর প্যাটার্ন দেখতে পাবেন।

Carens এর সঙ্গে তিনটি ইঞ্জিন বিকল্প রয়েছে। এতে দুটি পেট্রোল ইঞ্জিন ও একটি ডিজেল রয়েছে।

এখানে একটি LED স্ট্রিপের মাধ্যমে বড় টেল-ল্যাম্পকে জোড়া হয়েছে। আয়তনে প্রতিদ্বন্দ্বী বা সেলটসের চেয়েও বড় এই গাড়ি। 4540 মিমি দৈর্ঘ্য রয়েছে গাড়ির।

বাইরে থেকে গাড়িকে দেখে SUV বা MPV মনে হতে পারে। যদিও ভিতরে ঢুকলেই এর প্রিমিয়াম ফিচার ও লুক নজর কাড়বে।

এখানে একটি অনন্য প্যাটার্ন সহ একটি বিশাল গ্লস কালো প্যানেলযুক্ত ড্যাশবোর্ডের সাথে এখন কম বোতাম রয়েছে।