চেন্নাই ভাল ছন্দে না থাকলেও ফর্মে ছিলেন চল্লিশের ধোনি ব্যাটে- বলে দলকে ভরসা জুগিয়ে গুজরাত টাইটান্সকে প্লে অফে তুলেছেন হার্দিক পাণ্ড্য রাজস্থানকে প্লে অফে ও লিগ টেবিলে দ্বিতীয় স্থানে জায়গা পেতে সাহায্য করেছে স্যামসনের ব্যাট দিল্লির বিরুদ্ধে ১৯ বলে ৪৬ ও কলকাতার বিরুদ্ধে ১৯ বলে ৩৮ রান করেছিলেন স্যামসন ১৪ ম্যাচে এখনও পর্যন্ত ৫৩৭ রান ঝুলিতে পুরেছেন কে এল রাহুল প্রথমবার আইপিএল খেলা লখনউকে প্লে অফে তুলেছেন রাহুল আরসিবি এবারই দলে নিয়ে অধিনায়ক করেছিল ডু প্লেসিকে, আর প্রথমবারেই সফল প্রোটিয়া তারকা বল হাতে ৪ উইকেট ও ব্যাট হাতে এখনও পর্যন্ত ১৩ ম্য়াচে ৪১৩ রান করেছেন হার্দিক ১৪ ম্যাচে ৪৩ রান করেছেন ডু প্লেসি, কাল লখনউয়ের বিরুদ্ধে নামবে আরসিবি মুম্বইয়ের বিরুদ্ধে ১৩ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন ধোনি